আটকা পড়াদের ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ

৩০ মার্চ, ২০২০ ১০:৩৭  
বিদেশে আটকা পড়া গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের লিমিট (লেনদেন সীমা) বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনাভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে রোববার রাতে এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেসব গ্রাহকের ক্রেডিট কার্ড নেই, তাদের অনুরোধে বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট অথবা এক্সচেঞ্জ হাউজের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।